সন্ত্রাস ও জঙ্গিমুক্ত অসাম্প্রদায়িক ঐক্য গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। আজ বিকেলে ঈশ্বরদী প্লাজা কমিউনিটি সেন্টার মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ঈশ্বরদী উপজেলা ও পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ২০১৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
শামসুর রহমান শরীফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলেই আমরা ঐক্যবদ্ধ আছি এবং থাকবো। ঐক্যবদ্ধই সর্বক্ষেত্রে আমাদের বিজয়ী করবে।
জুলুম, অত্যাচার ও মাদকাসক্তদের বাংলাদেশ আওয়ামী যুবলীগে ঠাঁই হবে না উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে গেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, সুখী সমৃদ্ধশালী আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। গোলাম আজম, খন্দকার মোশতাক ও জিয়াউর রহমানদের বিশ্বাসঘাতকতার কারণে প্রকৃত সোনার বাংলাদেশ গড়তে সময় লেগেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিমুক্ত অসাম্প্রদায়িক সমাজ তথা বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নের জন্য তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, বাংলাদেশ আওয়ামী যুব লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুবলীগ নেতা আবু আহাম্মেদ নাসিম পাভেল, রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক জামাল উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
সম্মেলনে আওয়ামী যুবলীগের ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি হিসেবে শিরহান শরীফ তমাল ও সাধারণ সম্পাদক হিসেবে রাজিব সরকারকে নির্বাচিত করা হয়েছে। এছাড়া পৌর শাখার যুবলীগের সভাপতি পদে আলাউদ্দিন বিপ্লব ও আরিফুল ইসলাম লিটন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বিডি প্রতিদিন/ ১৯ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১৪