ঝালকাঠির রাজাপুর উপজেলায় বাসচাপায় বাবুল হোসেন (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার বিকেলে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের উত্তর বাগড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) সিরাজ জানান, বিকেলে উত্তর বাগড়ি এলাকায় খুলনাগামী একটি বাস ওই মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে বাবুল হোসেনসহ মোটরসাইকেলের তিন আরোহী আহত হন। এ অবস্থায় তাদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাবুল হোসেনের মৃত্যু হয়।
আহত অপর দু’জনকে উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে পাঠানো হয় বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/ ১৯ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১৮