বগুড়ার কাহালু উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত গুলিবিদ্ধ হয়েছেন। উপজেলার কর্নিবাজার এলাকায় শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ তাদের কাছ থেকে প্রচুর দেশীয় অস্ত্র উদ্ধার করে। এ ঘটনায় পুলিশের দুই সদস্যও আহত হয়েছেন বলে জানা গেছে।
গুলিবিদ্ধ ডাকাত সদস্যরা হলেন, আব্দুল আলীম (২৬) ও ফুলবর (৩৮)। এদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়েছে।
বগুড়া জেলার মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান (এএসপি বি-সার্কেল) জানান, শনিবার রাতে উপজেলার কর্নিপাড়া বাজার এলাকায় সড়কে পুলিশ টহল দিচ্ছিলো। এক পর্যায়ে সড়কের পাশে একদল ডাকাত সদস্য দেখে তাদের আটকের চেষ্ট করলে পুলিশকে লক্ষ্য করে হামলা চালায় তারা। তখন পুলিশের গুলিতে দুই ডাকাত সদস্য আহত হলে তাদের আটক করা হয়।
বিডি প্রতিদিন/২০ নভেম্বর ২০১৬/হিমেল