ফরিদপুর শহরের উত্তর আলীপুর এলাকায় আজ রবিবার সকাল সাড়ে ৯টার দিকে ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। কোতয়ালী থানা পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তবে নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফরিদপুর থেকে রাজবাড়ীগামী ফিরতি ট্রেনটি উত্তর আলীপুর এলাকায় পৌঁছালে ওই যুবকটিকে ট্রেনের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। যুবকটি রেললাইনে বসে থাকা রজব আলী নামের এক পাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে। নিহত যুবকের কোন পরিচয় পাওয়া যায়নি।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিমউদ্দিন আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
বিডি-প্রতিদিন/ ২০ নভেম্বর, ২০১৬/ আফরোজ-০৬