বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) টেকনাফে সদর ইউনিয়নের নাফ নদীর কিনারা থেকে প্রায় ৭ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে। উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ ইয়াবার বাজার মূল্য প্রায় ২১ কোটি টাকা। এটিই আটক ইয়াবার সবচেয়ে বড় একক চালান বলে জানিয়েছে তারা।
বিজিবি রবিবার ভোর ৪টার দিকে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে। তবে পাচারকারীদের আটক করতে পারেনি বিজিবি। উদ্ধার করা এসব ইয়াবা পরবর্তীতে ধ্বংস করা হবে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি-২ এর অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, "গোপন সংবাদের ভিত্তিতে ৬লাখ ৯১হাজার ১০৪টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসব ইয়াবার আনুমানিক মূল্য ২০ কোটি ৭৩ লাখ ৩১ হাজার ২০০ টাকা।"
বিডি-প্রতিদিন/২০ নভেম্বর, ২০১৬/তাফসীর-১৩