কুষ্টিয়ার বৃত্তিপাড়ায় আজ সকাল সাড়ে ৯টার দিকে যাত্রীবাহী বাস উল্টে সাইদুর রহমান (৩০) নামে একজন নিহত হয়েছেন। নিহত সাইদুর রহমানের বাড়ি মাগুরা জেলায়। এ দুর্ঘটনায় আরো ২০ যাত্রী আহত হয়েছেন। কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার