বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সিরাজগঞ্জের সয়দাবাদ ইকোপার্ক এলাকায় মালবাহী একটি ট্রেনের ইঞ্জিনসহ ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণ বঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
রবিবার সকাল ১১.২০ মিনিটে এ ঘটনা ঘটে। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত সব ধরনের ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।
বঙ্গবন্ধু সেতু থানার উপ-পরিদর্শক জামিল হোসেন জানান, দিনাজপুর থেকে চাল বোঝাই ট্রেনটি সেতুর পশ্চিমপাড় এলাকায় পৌঁছালে ইঞ্জিনসহ ছয়টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। উদ্ধার কার্যক্রম এখনো শুরু হয়নি। ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় ঢাকা থেকে উত্তর-দক্ষিণ বঙ্গগামী সকল ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বিডি-প্রতিদিন/ ২০ নভেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন