সম্মানী ভাতা, ন্যায্য অধিকার ও যথাযথ মূল্যায়নের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন করেছে উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের নারী সদস্যরা। রবিবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন উপজেলা থেকে সংরক্ষিত আসনের নারী সদস্যরা প্রেসক্লাবের সামনে আসতে থাকে। পরে সকাল সাড়ে ১০টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জেলার ১২টি উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের ৩৯ জন নারী সদস্য উপস্থিত ছিলেন। এ সময় সম্মানী ভাতা, ন্যায্য অধিকার ও যথাযথ মূল্যায়নের দাবিতে বক্তব্য রাখেন ভুঁঞাপুর উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের নারী সদস্য শাহিনা খাতুন, নাগরপুর উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের সদস্য লায়লা আলিম, মির্জাপুর উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের সদস্য নাছিমা সিদ্দিকাসহ অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, নির্বাচনের পর থেকে গত দেড় বছরে তাদের কোন সম্মানীভাতা দেওয়া হয়নি, উপজেলা পরিষদে বসার ব্যবস্থা করা হয়নি এবং আসছে জেলা পরিষদ নির্বাচনেও তাদের ভোটার করা হয়নি। তারা এই সব কিছুর সমাধান চান।
বিডি প্রতিদিন/২০ নভেম্বর ২০১৬/হিমেল