১শ' টাকার বাঁশের হাসিল আদায়কে কেন্দ্র করে বাঁশ ব্যবসায়ী মিনার (২৩) কে মেরে রক্তাক্ত করেছে বিলছড়ি ইউনিয়নের পশ্চিমপাড়ার মাতামুহুরী নদীর হাসিল আদায়কারী মো. ফরিদ।
শনিবার দিবাগত রাত ৯টায় ইউনিয়নের পশ্চিম পাড়া মনছুরের দোকানে এই ঘটনা ঘটে। আহত মিনার পশ্চিমপাড়া এলাকার মতিউর রহমানের ছেলে।
প্রত্যেক্ষদর্শী মো. খলিল জানায়, মিনার সহ তারা কয়েকজন পশ্চিমপাড়া মনছুরের দোকানে বসেছিল। রাত ৯টার দিকে মাতামুহুরী নদীর ইজারাদার মো. ইসহাক এর ছেলে মো. ফরিদ (২৮) এসে মিনারের কাছে বাঁশের হাসিলের টাকা চায়। মিনার ১শ' টাকা পরে দিবে বললে মো. ফরিদ রাগান্বিত হয়ে তার হাতের কারেন্টের টর্চলাইট দিয়ে জোরে মিনারের মাথায় আঘাত করলে মুহুর্তে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। মিনারের চোখ দিয়ে প্রচণ্ড রক্তক্ষরণ ও মাথা মুখের কয়েক স্থানে ফেটে যায়। উপস্থিত লোকজন দ্রুত তাকে পার্শ্ববর্তী লামা উপজেলা হাসপাতালে নিয়ে আসে। আহতের বাবা মতিউর রহমান বলেন, রাতের ১টায় মিনারের জ্ঞান ফিরে আসে।
এবিষয়ে অভিযুক্ত মো. ফরিদ বলেন, আমি পাওনা টাকা চাওয়ায় মিনার আমাকে খারাপ ব্যবহার করে। তখন আমি তাকে মারি সেও আমাকে মারে।
লামা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শফিকুর রহমান মজুমদার বলেন, তাকে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।