বাগেরহাটের মোল্লাহাট উপজেলার খলিলুর রহমান ডিগ্রী কলেজ সরকারিকরণের তালিকায় অর্ন্তভুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ দুপুরে বাগেরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচিতে কলেজের শিক্ষক-কর্মচারী ও পরিচালনা পর্ষদের সদস্যরা অংশ নেয়। পরে প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের কাছে স্বারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মোল্লাহাট উপজেলার খলিলুর রহমান ডিগ্রী কলেজটি সরকারিকরণের সকল প্রকার শর্ত পূরনের পরও কলেজটি তালিকা থেকে বাদ পড়ে যায়। প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এই কলেজটি দ্রুত সরকারিকরণের দাবি জানাই।
বিডি প্রতিদিন/এ মজুমদার