বগুড়ার শিবগঞ্জ পৌরসভার ছয় দিনের কর মেলা আজ বিকেলে শেষ হয়েছে। এ ছয় দিনে কর আদায় হয়েছে সাড়ে ছয় লাখ টাকা।
বগুড়ার শিবগঞ্জ পৌরসভা সূত্রে জানা গেছে, ২০০৩ সালে ‘গ’ শ্রেণির এ পৌরসভা গঠিত হয়। পৌরসভা প্রতিষ্ঠার পর আশানুরুপ কোনো কর আদায় হয়নি। গত ১৩ বছরে এ পৌরসভায় চার হাজার ৫৩০ জন হোল্ডারের কাছে বকেয়া করের পরিমাণ দাঁড়ায় ৫০ লাখ ৭২ হাজার টাকা। এর মধ্যে সরকারি ২৪ প্রতিষ্ঠানের কাছে ১২ লাখ ৪০ হাজার, বেসরকারি পাঁচটি প্রতিষ্ঠানের কাছে ২ লাখ ৮২ হাজার এবং চার হাজার ৫০১ জন ব্যক্তির কাছে ৩৫ লাখ ৫০ হাজার টাকার কর বকেয়া পড়ে।
বকেয়া পৌর কর আদায়, সাধারণ মানুষের মাঝে জনসচেতনা বৃদ্ধি করে নিয়মিত পৌরকর পরিশোধের অভ্যাস গড়ে তোলার জন্য পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা তৌহিদুর রহমান মানিক তিন দিনব্যাপী কর মেলার আয়োজন করেন। ১৫ নভেম্বর থেকে ১৭ নভেম্বর মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফ উদ্দিন। পরে জনগণের দাবির মুখে মেলা আরও তিন দিন বাড়ানো হয়। এ ছয় দিনে শুধুমাত্র জনগণের কাছ থেকে পৌর কর আদায় হয়েছে সাড়ে ছয় লাখ টাকা।
শিবগঞ্জ পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের বানাইল মহল্লার বাসিন্দা চা বিক্রেতা সাধন চন্দ্র মোহন্ত জানান, চা বিক্রি করে সংসার চালালেও নিয়মিত পৌরকর পরিশোধ করছেন। কর মেলায় ৫ বছরের বকেয়া কর হিসেবে সাড়ে তিনশ টাকা পরিশোধ করেছেন।
বগুড়ার শিবগঞ্জ থানা সদরের ব্যবসায়ী বাদল ফার্মেসীর স্বত্বাধিকারি ডা. অসীম কুমার মৃনাল জানান, বাড়ির জন্য দুই হাজার ১৭৫ টাকার কর পরিশোধ করা হয়েছে। নিজের এলাকার উন্নয়নে শরিক হতেই নিয়মিত কর পরিশোধ করা হচ্ছে। করের টাকা পৌরসভায় জমা হওয়ার পর আবার সে টাকা দিয়েই পৌর এলাকার উন্নয়ন করা হবে। টাকা না থাকলে উন্নয়ন হবে না।
বগুড়ার শিবগঞ্জ পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক জানান, সাধারণ মানুষের মাঝে কর দেওয়ার আগ্রহ সৃষ্টি এবং জনসচেতনা বৃদ্ধি করে নিয়মিত পৌরকর পরিশোধের অভ্যাস তৈরির জন্যই কর মেলার আয়োজন করা হয়েছে। করের টাকায় উন্নয়নের সকল কাজ দ্রুত করা হবে।
তিনি আরও বলেন, মেলায় কর পরিশোধে শতকরা ২৫ ভাগ ছাড় দেওয়া হয়। গত ছয় দিনের মেলায় সাড়ে ছয় লাখ টাকার বকেয়া কর আদায় হয়েছে। এটা বড় ধরনের সাফল্য। আগামীতে আরও বড় ধরনের কর মেলা করার ইচ্ছা আছে। জনগণের দেওয়া করের এই টাকা এলাকার উন্নয়নে ব্যয় করা হবে।
বিডি প্রতিদিন/২২ নভেম্বর ২০১৬/হিমেল