রাঙামাটির বাঘাইছড়ির সীমান্ত সড়কে ট্রাক্টর উল্টে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা হলেন- নোচান চাকমা (৪৫), নিবারণ চাকমা (৩২) ও লেত্তোউদো (৩৫)। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
তারা হলেন- সুমন চাকমা (২৭), সোহেল চাকমা (৩২) ও দোলনেইয়ে চাকমা (৩০)।
আজ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে বাঘাইছড়ি উপজেলার কচুছড়ি ইউনিয়নের অর্যুপুর এলাকার সীমান্ত সড়কের এ ঘটনা ঘটে। আহতরা বর্তমানে চিকিৎসাধীন।
বাঘাইছড়ি সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কনকন চাকমা জানায়, রাঙামাটি বাঘাইছড়ি উপজেলা থেকে কাঠ ও অন্যান্য মালামাল নিয়ে সীমান্ত সড়কের যাচ্ছিল ৫ জন শ্রমিক। কিন্তু ট্রাক্টরটি বাঘাইছড়ি উপজেলার কচুছড়ি ইউনিয়নের আর্যুপুর এলাকায় পৌঁছালে সীমান্ত সড়কে উঠতে গিয়ে উল্টে ছিটকে পড়ে যায় পাহাড়ি খাদে। এ সময় মালামালসহ যাত্রীরা চাপা পড়ে যায় ট্রাক্টরের নিচে। ঘটনাস্থলে মৃত্যু হয় তিন শ্রমিকের। আহত হয় চালকসহ আরও তিনজন।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ ও সেনাবাহিনী। আহতদের উদ্ধার করে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। কিন্তু ঘটনাস্থল থেকে নিহতদের লাশ নিয়ে যায় তাদের স্বজনরা।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার বলেন, আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তারা বর্তমানে আশঙ্কামুক্ত আছেন।
বিডি প্রতিদিন/জামশেদ