নেত্রকোনার কলমাকান্দায় মহাদেও নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিভিন্ন জায়গায় পাচারকালে সাতটি ট্রাক জব্দসহ সাত চালককে আটক করেছে কলমাকান্দা থানার পুলিশ। পরে আটক চালকসহ ট্রাকগুলো উপজেলা প্রশাসনের কাছে হন্তান্তর করে পুলিশ।
পরবর্তীতে বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ছয়জনকে ৩ লাখ টাকা জরিমানা ও একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সেইসাথে ১ হাজার ৪০০ ঘনফুট বালু জব্দ করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইযুল ওয়াসীমা নাহাত।
দণ্ডপ্রাপ্তরা হলেন, খাইরুল ইসলাম (২২), মিজানুর রহমান (২৫), রুবেল মিয়া (৩৫), আমিনুল ইসলাম (২৫), আজিজুল হক (২০), সাকিল মিয়া (২২) ও নিজাম উদ্দিন (২৬)। তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। প্রত্যেকে জরিমানা পরিশোধ করলেও নিজাম উদ্দিন (২৬) পরিশোধ না করায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এর আগে সকালে বৃহস্পতিবার মহাদেও নদীর রংছাতি ইউনিয়নের ডাইয়ারকান্দা এলাকা থেকে অবৈধ বালু পাচারের সময় বালুভর্তি সাতটি ড্রাম ট্রাক আটক করে স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ তা জব্দ করেছে।
এ ব্যাপারে কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন জানান, আমরা খবর পেয়ে সকালে কলেজ গেটে ৭টি ট্রাক আটক করেছি। সাথে চালকদেরকেও আটক করি। পরে মোবাইল কোর্টে সাজা দেয়া হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন