বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) নির্বাচন উপলক্ষে বিজিএমইএ উত্তরা কার্যালয়ে নির্বাচনী আচরণবিধি নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
বিজিএমইএ নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল এতে সভাপতিত্ব করেন।
সভায় বিজিএমইএ প্রশাসক আনোয়ার হোসেন, নির্বাচন বোর্ডের সদস্যরা এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্যানেলগুলোর প্রধান নির্বাচন সমন্বয়কারীসহ অধিকাংশ প্রার্থীরা এতে উপস্থিত ছিলেন। এসময় প্রার্থী ও তাদের সমর্থকদের জন্য নির্বাচনী আচরণবিধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপস্থিত প্রার্থীরা স্বচ্ছ, অবাধ, সুষ্ঠু শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে বিজিএমইএ নির্বাচন বোর্ডকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবেন বলে নিশ্চয়তা প্রদান করেন।
বিডি প্রতিদিন/আরাফাত