কক্সবাজারের টেকনাফ বন্দর সংলগ্ন নাফ নদী সীমান্তে ৩ কোটি টাকা মূল্যমানের ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে ২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদের নেতৃত্বে দমদমিয়া বিওপি চৌকির একটি বিশেষ টহলদল গোপন সংবাদে মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান আসার গোপন সংবাদে টেকনাফ স্থল বন্দর সংলগ্ন নাফনদী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এসময় বিজিবির অবস্থান টের পেয়ে পাচারকারীরা ইয়াবা ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি টাকা বলে জানা যায়।
উদ্ধার ইয়াবাসমূহ ব্যাটালিয়নে জমা রাখা হবে এবং পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিতে সংশ্লিষ্টদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে জানায় উদ্ধারকারী ওই বিজিবি কর্মকর্তা।
বিডি প্রতিদিন/ ৩০ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-৬