'সুখী স্বদেশ গড়তে চাই, আয়করের বিকল্প নাই' প্রতিপাদ্য নিয়ে বরিশালে বেলুন উড়িয়ে এবং বর্নাঢ্য র্যালীর মধ্য দিয়ে আয়কর দিবস পালিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টায় নগরীর বান্দ রোড কর ভবনের সামনে বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্ধোধন করেন অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এমপি।
এ সময় বিভাগীয় কমিশনার মো. গাউস এবং বরিশালের কর কমিশনার মোহাম্মাদ জাহিদ হাছানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে সেখান থেকে একটি বর্নাঢ্য র্যালি বের হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিডি প্রতিদিন/৩০ নভেম্বর, ২০১৬/ফারজানা