ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
বুধবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বুধন্তি ইউনিয়নের শশই এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ
ওসি মো. আলী আরশাদ বলেন, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী ওই যাত্রীবাহী বাসটি শশই এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মাধবপুরগামী অপর একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থালেই অটোরিকশার চালক ও দুই আরোহী নিহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে আরেক নারী আরোহী নিহত হন।
বিডি-প্রতিদিন/৩০ নভেম্বর, ২০১৬/মাহবুব