লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২৫টি পদ দীর্ঘদিন যাবত শূন্য রয়েছে। এছাড়া প্রায় ৭ বছর আগে প্রধান কার্যালয়সহ ৬ ইউনিয়নে নির্মিত উপ-সহকারী পরিচালকের কার্যালয় ও তাদের বাসভবন (বীজাগার) পরিত্যক্ত ঘোষণা করা হয়।
এদিকে এতদিনে নতুন ভবন নির্মাণ না হওয়ায় এখন সে ভবনগুলোতে রাতের অন্ধকারে চলছে মাদকসেবীদের আড্ডাসহ অসামাজিক কার্যক্রম। এছাড়াও উপজেলার ৫৩ হাজার ৯৪০ জন কার্ডধারী কৃষক পরিবারের সুবিধার জন্য ও তাদের মধ্যে সেবা দিতে ২৫টি শূণ্যপদে জনবল নিয়োগসহ ভবনগুলো সংস্কারের জন্য একাধিকবার আবেদন জানালেও কোন লাভ হচ্ছে না বলে কৃষি কর্মকর্তারা জানান।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, ৪৬টি পদের মধ্যে কর্মকর্তা-কর্মচারী নেই ২৫ জন। তাদের মধ্যে ২ জন সহকারি, ১ জন সহকারি সম্প্রসারণ, ১৭ জন উপ-সহকারি কৃষি কর্মকর্তা, ১ জন প্রধান সহকারি, ২ জন অফিস সহকারি, ১ জন এস,এম (স্প্রে-মেকানিক), ১ জন প্রহরী ও ১ জন ঝাড়ুদার রয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা জহির আহমেদ বলেন, উপজেলার প্রধান কার্যালয়সহ ৬ ইউনিয়নের নির্মিত পরিত্যক্ত ভবনগুলো সংস্কার করাসহ জনবল নিয়োগ দেওয়ার জন্য সরকারের কাছে একাধিকবার আবেদন জানানো হয়েছে। কিন্তু কোন সুফল পাওয়া যাচ্ছে না। যার ফলে কাজ করতে বেশ বেগ পেতে হচ্ছে। এ ব্যাপারে তাদের কিছু করার নাই বলেও ঐ কর্মকর্তা জানান।
বিডি প্রতিদিন/৩০ নভেম্বর ২০১৬/হিমেল