সিরাজগঞ্জের উল্লাপাড়া ও রায়গঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় সাংবাদিকের পিতাসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। বুধবার সকাল ও মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক ইত্তেফাকের গোপালপুর প্রতিনিধি জয়নাল আবেদীনের বাবা হাতেম আলী (৯৪) এবং সিরাজগঞ্জ উপজেলার উল্লাপাড়ার শ্যামলীপাড়া এলাকার রজব আলীর ছেলে ইমতিয়াজ হাসান রুবেল (২০)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, ভোরে রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাঁতী এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় চারজন আহত হন। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় হাতেম আলী মারা যান। অপরদিকে, মঙ্গলবার রাতে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে উল্লাপাড়া পল্লী বিদ্যুৎ এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মারা যান ইমতিয়াজ হাসান রুবেল।
বিডি প্রতিদিন/৩০ নভেম্বর ২০১৬/হিমেল