কিশোরগঞ্জে মনোয়ারা বেগম নামে এক নারী মাদক বিক্রেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের দণ্ডাদেশ দেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ জি এম আল মামুন এ রায় দেন।
উল্লেখ্য, ২০১২ সালের ৯ জানুয়ারি জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর এলাকা থেকে ৭৫ গ্রাম হেরোইনসহ মনোয়ারাকে আটক করে ভৈরব থানা পুলিশ।
বিডি প্রতিদিন/ ৩০ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১৪