লক্ষ্মীপুরে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. শামছুল ইসলাম।
বুধবার দুপুর ১২ টায় শতাধিক মোটরসাইকেল মহড়ায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হন তিনি। পরে জেলা নির্বাচন কর্মকর্তা মো. সোহেল সামাদ ও অতিরিক্ত জেলা প্রশাসক সাজ্জাদুল হাসানের কাছে তার মনোনয়নপত্র জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ, পৌর মেয়র আবু তাহের, সদর উপজেলা চেয়ারম্যান একে এম সালাহ উদ্দিন টিপু, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ জামান রিপন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস প্রমুখ।
মনোনয়নপত্র জমা দিতে এসে শামছুল ইসলাম সংবাদকর্মীদের বলেন, “বিগত দিনে সরকারের নিয়ম অনুযায়ী সৎ প্রশাসন গড়ে তোলা ও মানুষের উপকার করার চেষ্টা করেছি, আগামীদিনে আওয়ামী লীগকে জনগণের কাছে একটি সুশৃঙ্খল পার্টি হিসেবে পরিচিত করা হবে”।
প্রসঙ্গত: আগামী ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ তারিখ ১ ডিসেম্বর, যাচাই বাছাই ৪ ডিসেম্বর, প্রত্যাহারের তারিখ ১১ ডিসেম্বর, প্রতিক বরাদ্ধ দেয়া হবে ১২ ডিসেম্বর। চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৪ জন। ৫টি সংরক্ষিত মহিলা সদস্য পদের জন্য ১৪ জন ও ১৫টি সাধারণ সদস্য পদের জন্য ৯২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ পর্যন্ত চেয়ারম্যান পদে ১ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭ জন ও সাধারণ সদস্য পদে ২৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়।
বিডি-প্রতিদিন/ ৩০ নভেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন