দিনাজপুরের বীরগঞ্জ শালবন থেকে মোছাঃ নুরজাহান বেগম নুরী (৩০) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মোছাঃ নুরজাহান বেগম নুরী জেলার কাহারোল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের ডহন্ডা গ্রামের মোঃ হাসিনুরের স্ত্রী।
বুধবার দুপুর ১২টায় বীরগঞ্জ পৌর শহরের শালবনের গভীর জঙ্গল হতে লাশটি উদ্ধার করে পুলিশ।
বীরগঞ্জ থানার এসআই মোঃ আজম প্রধান জানান, বুধবার সকালে এলাকার লোকজন শালবনের ভিতরে খড়ি সংগ্রহ করতে গিয়ে অজ্ঞাত এক নারীর জবাই করা লাশ পড়ে থাকতে দেখে। পুলিশকে অবহিত করলে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজে প্রেরণ করেছে। লাশের গলা কেটে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হয়। পরিবারের লোকজন এসে লাশ সনাক্ত করেন। নিহতের নাম মোছাঃ নুরজাহান বেগম নুরী। সে কাহারোল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের ডহন্ডা গ্রামের মোঃ হাসিনুরের স্ত্রী এবং বীরগঞ্জ উপজেলার পাল্টারপুর ইউনিয়নের আখিরা ডাঙ্গা গ্রামের মৃত বশির উদ্দিনের কন্যা।
মৃতের ভাই কামাল সাংবাদিকদের জানান, সোমবার মাগরিবের নামাজের পর মায়ের সঙ্গে মোছাঃ নুরজাহান বেগম নুরীর মোবাইলে কথা হয়। মায়ের শারিরিক খোঁজ খবর নেয়। মঙ্গলবার রাতে নুরজাহান বেগমের স্বামী বাড়িতে এসে জানায় নুরজাহানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে বুধবার প্রতিবেশীদের কাছে তার মৃত্যুর সংবাদ জানতে পারি।
বীরগঞ্জ থানার ওসি আবু আককাছ আহমদ ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, সকালে জানাতে পারি শালবনে একটি গলাকাটা লাশ পড়ে আছে। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যাই। পরে লাশের পরিচয় পাওয়া যায়।