দেশে জঙ্গি ও সন্ত্রাসবাদের কোনো স্থান নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ বুধবার বিকেলে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ছারছিনা দরবার শরীফে তিন দিনব্যাপী ১২৬তম বার্ষিক ঈছালে ছওয়াব মাহফিলের আখেরী মোনাজাতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
ছারছিনা দরবার শরীফের পীর হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ আখেরী মোনাজাত পরিচালনা করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য একেএমএ আউয়াল, বরিশাল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুচ, বরিশাল বিভাগীয় কমিশনার মো. গাউস, বরিশাল রেঞ্জের ডিআইজি শেখ মারুফ হাসান, পিরোজপুরের জেলা প্রশাসক মো. খায়রুল আলম শেখ ও পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/ ৩০ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১৯