ট্রাক-টাংকলরি কাভার্ডভ্যান ও পিকআপের কাগজপত্র চেকিংয়ের নামে পুলিশী হয়রানি বন্ধসহ সাত দফা দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য উত্তরবঙ্গে ট্রাক-ট্যাংকলরীর ধর্মঘট আহবান করা হয়েছে।
উত্তরবঙ্গ ট্রাক, টাংকলরি, কাভার্ডভ্যান ও পিকআপ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ এ ধর্মঘটের ডাক দিয়েছেন। দাবি পুরন না হওয়া পর্যন্ত সকল পণ্য পরিবহনকারী যানবাহন বন্ধ থাকবে বলে নেতৃবৃন্দ জানিয়েছেন।
মালিক শ্রমিকদের সাত দফা দাবির মধ্যে রয়েছে, ট্রাক, টাংকলরি, কাভার্ডভ্যান, পিকআপ এর কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স চেকিংয়ের নামে সড়ক-মহাসড়কে সকল প্রকাল পুলিশী হয়রানী বন্ধ করতে হবে। ট্রাক-টাংকলরি, কাভার্ডভ্যান ও পিকআপের বাম্পার সাইড এ্যাঙ্গেল এবং হুক একতরফাভাবে খোলার সরকারী আদেশ প্রত্যাহার করতে হবে। ট্রাক, টাংকলরি, কাভার্ডভ্যান ও পিকআপ এর ট্যাক্স টোকেন, ফিটনেন্স, রুট পারমিটের বকেয়া সুদ মওকুফ করতে হবে। বিভিন্ন স্থানে স্থাপিত ওজন স্কেলের নামে চাঁদাবাজি ও হয়রানি বন্ধ করতে হবে। সড়ক-মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধ করতে হবে। রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে হয়রানি বন্ধ করতে হবে। নতুন ড্রাইভিং লাইসেন্স ও হ্যাবি লাইসেন্স সহজ শর্তে প্রদান করতে হবে।
উত্তরবঙ্গ ট্রাক, টাংকলরি, কাভার্ডভ্যান ও পিকআপ মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নজরুর ইসলাম জানান, সাত দফা দাবিতে সরকার ও প্রশাসনের কাছে বার বার আবেদন করা হয়েছে। কিন্তু কেউ কর্ণপাত করেনি। তাই বাধ্য হয়ে কর্মসুচি দেয়া হয়েছে। দাবি পুরণ না হওয়া পর্যন্ত এ ধর্মঘট অব্যাহত থাকবে বলেও তিনি জানান।