ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মো. শাহাদৎ দেওয়ান (৪৫) নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে তার শোবার ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে পুলিশ নিহতের স্ত্রীকে আটক করেছে।
নিহত ব্যক্তি পৌরসভার ৯নং ওয়ার্ডের কুশাডাঙ্গা মহল্লার মনিরুদ্দিন দেওয়ানের ছেলে এবং পেশায় একজন কৃষক।
নিহতের পরিবার ও থানা সূত্রে জানা যায়, ওইদিন সকালে বাড়ির লোকজন ঘুম থেকে উঠে ডাকাডাকি করে শাহাদৎকে না পেয়ে তার শোবার ঘরের দরজা খোলা দেখতে পায়। এরপর তারা ঘরে ঢুকে খাটের ওপর শাহাদতের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে। তার চাচা মোফাজ্জেল দেওয়ান জানান, মাত্র ৬-৭ মাস আগে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের শ্রীনগর গ্রামের মৃত আক্তার শেখের মেয়ে শাহিদা বেগমের (৩০) সাথে শাহাদতের বিয়ে হয়। তবে এটি উভয়েরই দ্বিতীয় বিয়ে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, স্বামী-স্ত্রীর বনিবনা না হওয়া ও পারিবারিক কলহের কারণে স্ত্রী শাহিদা বেগম নিজেই স্বামীকে হত্যা করে পালিয়েছিল। একই উপজেলার দাদপুর ইউনিয়নের চিতারবাজার গ্রামে শাহিদার ভগ্নিপতি মফিজুল শেখের (৩০) বাড়ি থেকে অভিযুক্ত শাহিদা ও তার ভগ্নিপতি মফিজুলকে সকাল ১০টার দিকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহিদা তার স্বামীকে হত্যার কথা স্বীকার করেছে, তবে অন্য কেউ হত্যাকাণ্ডে সহযোগী ছিল কি না সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ চলছে। তার স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি লোহার শাবল উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরিকালে উপ-পরিদর্শক (এসআই) মো. রিপন বলেন, নিহতের সারা মুখমন্ডলেই রক্তাক্ত জখম রয়েছ।
বিডি-প্রতিদিন/এস আহমেদ