উখিয়ার উপকূলীয় জালিয়াপালং ইউনিয়নের মনখালী এলাকার গভীর অরণ্য থেকে এক বৃদ্ধার গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা এ নির্মম হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন। ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরিফুর রহমান লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষ দর্শী সূত্রে জানা গেছে, মনখালী গর্জনবনিয়া এলাকায় বসবাস করতেন মৃত আব্দুস ছালামের স্ত্রী নুর বানু (৭০)। তিনি প্রতিদিনের ন্যায় গত মঙ্গলবার সকাল ১০ টার দিকে মনখালী গভীর জঙ্গলের পতাঙ্গার মাঠ নামক এলাকায় গরুকে ঘাস খাওনোর জন্য যান। সন্ধায় বাড়ি না ফেরায় স্বজনেরা বুধবার অনেক খোঁজাখুঁজির পর দুপুর ২ টার দিকে গভীর জঙ্গলের পতাঙ্গা মাঠ এলাকায় তার গলা কাটা লাশ দেখতে পেয়ে স্থানীয় ইনানী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
জানা গেছে, স্থানীয় মৃত সাকের মৌলভীর ছেলে ইমরান এবং আব্দুস সালাম গংদের মধ্যে চাকমা পাড়া এলাকায় তাদের জমিসংক্রান্ত ব্যাপার নিয়ে কয়েকদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মো. মুছার নিকট একটি বিচারও রয়েছে। এ ঘটনার জের ধরে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে স্থানীয়দের ধারণা।
থানার ওসি মো. আবুল খায়ের মনখালী এলাকায় এক বৃদ্ধ নারীর গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ