কক্সবাজার-টেকনাফ আরকান সড়কের কুতুপালং বুড়িরঘর এলাকায় কক্সবাজারগামী একটি বিলাসবহুল কারে তল্লাশি চালিয়ে ২ হাজার ৪১৫ পিস ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- টেকনাফ উপজেলার হোয়াইক্যং কেরুনতলী গ্রামের আবুল হোছনের স্ত্রী আনোয়ারা বেগম (৪৫), টেকনাফ উপজেলা আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা হোয়াইক্যং ঘিলাতলী গ্রামের মৃত রফিক সিকদারের ছেলে মোহাম্মদ নাজিম চৌধুরী প্রকাশ নাজু চৌধুরী(৩৬), কক্সবাজার কলাতলী এলাকার মৃত শফিকুর রহমানের মেয়ে সাদিয়া ইসলাম (২২) ও কারের মালিক কলাতলী গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে আনোয়ারুল করিম (২৪)।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাড়িটির গতিরোধ করে আনোয়ারা বেগমের শরীরে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ