যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া এলাকায় সন্ত্রাসীদের দুই পক্ষের বন্দুকযুদ্ধে অজ্ঞাত পরিচয় (২৮) এক যুবক নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটারগান, একটি গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করেছে।
বুধবার দিবাগত রাত ২টার দিকে যশোর-মাগুরা সড়কে এ ঘটনা ঘটে বলে জানান যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন।
তিনি বলেন, মধ্য রাতে পাঁচবাড়িয়া এলাকায় সন্ত্রাসীদের দু'গ্রুপের মধ্যে গুলি বিনিময়ের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে সেখানে পড়ে থাকা গুলিবিদ্ধ যুবককে উদ্ধার করে হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয় বলে জানান ওসি।
বিডি-প্রতিদিন/০১ ডিসেম্বর, ২০১৬/মাহবুব