‘আসুন ঐক্যের হাত তুলি : এইচআইভি প্রতিরোধ করি’ স্লোগানকে সামনে রেখে নড়াইলে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। জেলা স্বাস্থ্য দিবসের আয়োজনে এ উপলক্ষে আজ বৃহস্পতিবার র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সদর হাসপাতাল চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন অফিসে এসে শেষ হয়।
পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মুনশী মো. ছাদুল্লাহ।
সভায় বক্তব্য রাখেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আসাদুজ্জামান মুনসী, ফুরকান আলী, ইউনুচ আলী প্রমুখ। এসময় সংশ্লিষ্ট অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ ০১ ডিসেম্বর ২০১৬/ এনায়েত করিম-১২