বরগুনার আমতলীতে টমটমের সঙ্গে সংঘর্ষে মো. নাসির ঘরামী (৩০) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার গুলিশাখালী ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে বলে জানান আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ।
নিহত নাসির উপজেলার ডালাচারা গ্রামের নয়া ঘরামীর ছেলে।
স্থানীয়রা জানান, সকালে নাসির গুলিশাখালী বাজার থেকে অটোরিকশায় যাত্রী নিয়ে গোছখালীর দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি টমটমের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নাসির গুরুতর আহত হন। পরে স্থানীয়রা নাসিরকে উদ্ধার করে আমতলী হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/০১ ডিসেম্বর, ২০১৬/মাহবুব