রাজশাহীর মোহনপুর উপজেলায় ডাকাতি করার সময় দুই ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। আজ সকালে কেশরহাট-ভবানীগঞ্জ সড়কে উপজেলার মরগা বিল নামক স্থানে ডাকাতির সময় তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, নওগাঁর নিয়ামতপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে বাচ্চু রহমান (২১) ও একই উপজেলার গণিপুর গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে হাফিজুল ইসলাম (৩৫)।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, চারজন ডাকাত মরগা বিল এলাকায় তিনটি ভুটভুটি টেম্পু থামিয়ে যাত্রীদের টাকা-পয়সা ও মালামাল কেড়ে নিচ্ছিলেন। এ সময় যাত্রীরা চিৎকার দিলে গ্রামবাসী এগিয়ে গিয়ে তাদের ঘিরে ফেলেন। তখন দুইজন ডাকাত পালিয়ে যায়। তবে ধরা পড়ে বাচ্চু ও হাফিজুল।
বিডি প্রতিদিন/এ মজুমদার