হতদরিদ্রদের জন্য সরকারি খাদ্য কর্মসূচির আওতায় ১০ টাকা কেজির চাল বিতরণে দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়নের নতুন তালিকাতেও ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। দরিদ্র ও দুস্থদের অভিযোগ, যারা রাজনীতি করেন তারাই ১০টাকা কেজি দরের চাল পাচ্ছেন।
এ ব্যাপারে শতগ্রাম ইউপি চেয়ারম্যান কে এম কুতুব উদ্দিন জানান, প্রকৃতভাবে যারা চাল পাওয়ার উপযুক্ত তারাই ওই ১০ টাকা কেজির চাল পাবেন। কিন্তু এরপরেও অন্য কেউ এ সুবিধা নিলে ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার