লক্ষ্মীপুরের রায়পুর থেকে অপহরণের ২৯দিন পর ৪ বছরের শিশু আবদুল্লাহকে চাঁদপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুরে চাঁদপুরের মহামায়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো- লক্ষ্মীপুরের রায়পুরের ভুঁইয়ারহাট এলাকার মৃত হারুনুর রশিদের ছেলে রাজু হোসেন ইমন ও চাঁদপুরের মহামায়া এলাকার বাসিন্দা হারুনুর রশিদের স্ত্রী ফরিদা ইয়াসমীন।
আজ বিকেলে লক্ষ্মীপুর পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রেফিংয়ে পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন এ তথ্য জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার