পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছে প্রার্থীরা।
বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের কাছে প্রার্থীরা তাদের তথ্য সম্বলিত মনোনয়নপত্র দাখিল করেন।
আওয়ামী লীগের ৪ জন, জাতীয় সমাজতান্ত্রিক দলের ( জাসদ-নাজমুল-আম্বিয়া) ১ জন, জাতীয় পার্টির (মঞ্জু) ১ জন, স্বতন্ত্র প্রার্থী ২ জন সহ মোট আটজন প্রার্থী জেলা পরিষদ প্রশাসক পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন।
জানা গেছে, আওয়ামী লীগ বর্তমান জেলা পরিষদ প্রশাসক আবু বকর ছিদ্দিককে দলীয় প্রার্থী হিসেবে মনোনোয়ন দিলেও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লব, সহ-সাধারণ সম্পাদক এটিএম সারোয়ার হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমানুল্লাহ বাচ্চু, বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন।
এদিকে জাসদের ইমরান আল আমিন, জাতীয় পার্টির (মঞ্জু) আবু হাসনাত, স্বতন্ত্র প্রার্থী দিলদার হোসেন, আশরাফুল ইসলাম। এদিকে মনোনয়ন পত্র দাখিল নিয়ে আজ পঞ্চগড় ছিল উৎসব মুখর। মিছিল নিয়ে উৎসব মুখর পরিবেশে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র দাখিল করেন।