একযোগে ১০২টি প্রাথমিক বিদ্যালয়ের ১৭০৫৩ জন ছাত্র-ছাত্রীর জন্য মিড ডে মিল উদ্বোধন করেছেন ক্রিড়া প্রতিমন্ত্রী এড. বীরেন শিকদার এমপি।
বৃহস্পতিবার দুপুরে মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া উপজেলা পরিষদে মিড ডে মিলের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মমিন উদ্দিনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আজিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, সহকারি পুলিশ সুপার সুদর্শন রায়, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা রিয়াজুল আলম খান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিরাজুদ্দোহা প্রমুখ।