দিনাজপুরের খানসামা উপজেলাকে মাদকমুক্ত করার প্রত্যয় নিয়ে আজ মাদক বিরোধী মানববন্ধন ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। খানসামা উপজেলার প্রধান প্রধান সড়কসহ বিভিন্ন সড়কে দীর্ঘ ৬৭ কিলোমিটার মানববন্ধনে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, শ্রমিক, কৃষক, মুক্তিযোদ্ধা, আদিবাসী, নারী-পুরুষসহ সর্বস্তরের জনতা অংশ নেন।
জেলা প্রশাসক মীর খায়রুল আলম বলেন, মাদকের কারণে যুব সমাজ তথা জাতি ধংস হয়ে যাচ্ছে। তাই সামাজিক আন্দোলন ছাড়া দেশকে মাদকমুক্ত করা সম্ভব নয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার