রাজশাহীতে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন এবং সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে ৫৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে তারা জেলা নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।
চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত মাহবুব জামান ভুলু, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সরকার।
রাজশাহীতে ভোটার এক হাজার ১৭১ জন। ১৫ টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ করা হবে।