ঝালকাঠির নলছিটি থেকে আন্ত:জেলা ডাকাত দলের প্রধান বিভিন্ন থানার একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ইউসুফ সিকদার ওরফে ইউসুফ মেকারকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
ঝালকাঠি ডিবির এস আই আমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে ইউসুফ ডাকাতকে ধরতে ঈশ্বরকাঠিতে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করে ইউসুফ ডাকাত। পরে তাড়া করে তাকে গ্রেফতার করার সময় এস আই আমিনুলের সাথে ধস্তাধস্তি হয়। এতে এস আই আমিনুলের মুখমন্ডল রক্তাক্ত জখম হয়।
আটককৃত ডাকাত সর্দার ইউসুফ এর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে ওসি ডিবি কামরুজ্জামান মিয়া জানান।