বগুড়ায় জেলা পরিষদ নির্বাচনে ৭৮ জন প্রার্থী রিটানিং অফিসারের নিকট মনোননয়ন পত্র দাখিল করছেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের নেতৃত্বে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ডাঃ মকবুল হোসেন দুপুরে মনোনয়ন পত্র দাখিল করেন। এসময় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে আওয়ামী লীগ মনোনীত সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনের মহিলা প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেন।
বগুড়া জেলা পরিষদে চেয়ারম্যান পদ ছাড়াও ১৫জন সদস্য ও ৩জন সংরক্ষিত আসনের জন্য আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা সহ চেয়ারম্যান পদে ৪জন, সংরক্ষিত মহিলা আসনে ১৬জন, সাধারণ সদস্য পদে ৫৯ জনসহ মোট ৭৮ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করছেন।
বগুড়া জেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার ১হাজার ৬শ ৫জন। এর মধ্যে পুরুষ ভোটার ১হাজার ২২৯জন মহিলা ভোটার ৩৭৬জন।