লক্ষ্মীপুরে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিপক্ষে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ।
বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে দলীয় প্রার্থীর বিপক্ষে আরও দুই নেতা মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর আগে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামছুল ইসলাম মনোনয়নপত্র জমা দেন। বিদ্রোহী প্রার্থীরা হলেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন, রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. শাহজান।
এতে করে দলীয় শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়ছে বলে মনে করছেন নেতা কর্মীরা।
এছাড়া জাতীয় পার্টির (মতিন) আব্দুর রাজ্জাক চৌধুরীও চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এদিকে জেলা পরিষদের ৫টি সংরক্ষিত মহিলা সদস্য পদের জন্য ১৫ জন ও ১৫টি সাধারণ সদস্য পদের জন্য ৭৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন বলে জেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়।