পটুয়াখালীর কলাপাড়ায় নারী নির্যাতন ও শিশু বিবাহ প্রতিরোধে নিবেদিত তরুণদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকালে উপজেলা প্রশাসনের মিলনায়তনে এ সভায় উপজেলার কয়েকটি কলেজ, স্কুল ও মাদরাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) সহযোগিতায় কলাপাড়া থানা পুলিশ এ সভার আয়োজন করে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি এম শাহনেওয়াজের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, ইউএনএফপির প্রতিনিধি ফাতেমা সুলতানা। সভায় অংশগ্রহণকারী সকলে নারী নির্যাতন ও শিশু বিবাহ প্রতিরোধে কাজ করার শপথ করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার