জাতীয়তাবাদী বন্ধু দলের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়ায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বন্ধু দল বগুড়া জেলা শাখার আহবায়ক আরমান হোসেন ডলারের সভাপতিত্বে সভায় জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, বিএনপি নেতা নাজমুল হুদা পপন, মেহেদী হাসান হিমু, শ্রমিক দলের মোশারফ হোসেন স্বপন, বন্ধু দলের সদস্য সচিব কামরুন নাহার প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল।