বরিশালে বিরল প্রজাতির প্রাণী ‘তক্ষক’ উদ্ধারসহ দুই জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। আজ মেট্রোপলিটনের বিমান বন্দর থানার রেইন্ট্রিতলা এলাকা থেকে তাদের আটক এবং ওই প্রাণীটি উদ্ধার করা হয়। আটককৃতরা হলো, বরগুনা জেলার আমতলী এলাকার নাছির তালুকদার এবং পটুয়াখালী জেলার কলাপাড়া এলাকার বশির খলিফা।
বরিশাল মেট্রোপলিটনের গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ফরহাদ সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর থানার রেইন্ট্রিতলা তিলক এলাকায় অভিযান চালিয়ে ৯ ইঞ্চি লম্বায় বিরল প্রাণী তক্ষক'টি উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক করা হয় দুই জনকে। বিকেলে আটক দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ হলে বিচারক তাদের বন্য প্রাণী (সংরক্ষন ও নিরাপত্তা) আইনের ধারায় দোষী সাব্যস্ত করে ৬ মাসের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে জরিমানা করেন। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে বিরল প্রাণী ‘তক্ষক’ টি নিরাপদ স্থানে অবমুক্ত করার জন্য বরিশাল সদর রেঞ্জ ফরেস্টার গাজী মো. আবুল বাসারের কাছে হস্তান্তর করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার