কক্সবাজারের টেকনাফ সীমান্তে পৃথক অভিযানে ২ কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার করেছে বর্ডার র্গাড বাংলাদেশ (বিজিবি)। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি জানায়, উদ্ধার হওয়া ইয়াবা ব্যাটালিয়নে জমা রাখা হবে এবং পরবর্তীতে উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতিতে সংশ্লিষ্টদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
বৃহস্পতিবার রাতে ২ টেকনাফ বিওপি চৌকির একটি বিশেষ টহলদল টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়া সংলগ্ন নাফ নদীতে অভিযান চালিয়ে ৫০ ইয়াবা পিস উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য এক কোটি ৫০ লাখ টাকা।
এছাড়া সাবরাং বিওপি চৌকির টহলদল ৫নং স্লুইচ গেইট সংলগ্ন নাফ নদীতে অভিযান চালিয়ে ২০ ইয়াবা পিস উদ্ধার করা হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ইয়াবাগুলো ফেলে পালিয়ে যায়। উদ্ধার হওয়া এসব ইয়াবার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা।
বিডি প্রতিদিন/২ ডিসেম্বর, ২০১৬/ফারজানা