সাভারের সাংবাদিক নাজমুল হুদার বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার, রিমান্ডের নামে পুলিশী নির্যাতন বন্ধ করা এবং নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে চুয়াডাঙ্গার সাংবাদিক সমাজ।
রবিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি জেড আলম, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মরিয়ম শেলী, সিনিয়র সাংবাদিক রিচার্ড রহমান, জাহিদুল ইসলামসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা অবিলম্বে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও রিমান্ডের নামে পুলিশী নির্যাতন বন্ধ করে সাংবাদিক নাজমুল হুদার নিঃশর্ত মুক্তি দাবি করেন।