ঠাকুরগাঁও থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া একটি চলন্ত যাত্রবাহি বাসে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে নির্যাতন করার অভিযোগ উঠেছে। রবিবার সকাল ১১ টায় নির্যাতিতার মা ঠাকুরগাঁও শহরের ওই বাস কাউন্টারে এসে এ অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই ছাত্রী শনিবার রাত সাড়ে ৮টায় ওই বাসে ঢাকার উদ্দেশে রওনা হন। পথে ওই গাড়ির সুপারভাইজার মাসুদ ও ড্রাইভার রইচ মেয়েটিকে মানসিক ও শারিরিকভাবে নির্যাতন করে।
পরে ঢাকার গাবতলীতে গাড়িটি পৌঁছালে ড্রাইভার ও সুপারভাইজার প্রাণ নাশের হুমকি দিয়ে জোরপূর্বক একটি সিএনজিতে উঠানোর চেষ্টা করলে মেয়েটি কৌশলে তার আত্মীয় স্বজনদের ফোন করলে তারা এসে তাকে সেখান থেকে উদ্ধার করে। এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানা পুলিশ হানিফ কাউন্টারে এসে মেয়েটির মায়ের জবানবন্দি নিয়ে আইগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার এএসআই সাইফুল ইসলাম জানান, আমরা নির্যাতিতার মায়ের কাছে সব শুনেছি। সার্বিক বিষয়ে আমরা আমাদের উর্ধ্বতন কর্মকর্তাকে জানাবো, তারা ব্যবস্থা নিবেন।
বিডি প্রতিদিন/২২ জানুয়ারি ২০১৬/হিমেল