বাংলাদেশ প্রতিদিনের সাভার প্রতিনিধি নাজমুল হুদার নিঃশর্ত মুক্তি এবং তার বিরুদ্ধে নির্যাতনমূলক মামলার দায়ে তিন পুলিশ কর্মকর্তাকে অবিলম্বে প্রত্যাহার দাবিতে ঝিনাইদহ সাংবাদিক সমাজের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
আজ দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি এম রায়হান উদ্দিন, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শেখ সেলিম, সিনিয়র সাংবাদিক এম সাইফুল মাবুদ, আসিফ ইকবল কাজল, শেখ রুহুল আমিন, এম নাসিম আনসারী প্রমুখ।
কর্মসূচিতে অবিলম্বে সাংবাদিক নাজমুলের মুক্তি ও সারা দেশে সাংবাদিকদের ওপর হয়রানি ও নির্যাতনের প্রতিবাদ জানানো হয়।
বিডি প্রতিদিন/২২ জানুয়ারি ২০১৬/হিমেল