জামালপুর সদর উপজেলার বকুলতলা মোড়ে ভটভটি উল্টে কবির হোসেন (৩৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন সুজন ও সুমন নামে আরও দুই গরু ব্যবসায়ী। বুধবার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কবির হোসেন কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার কালু মিয়ার ছেলে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিমুল হক জানান, ভটভটিতে করে রাজিবপুর থেকে গরু নিয়ে জামালপুরের মেলান্দহ যাচ্ছিলেন কবির। পথে বকুলতলা মোড়ে এলে ভটভটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান কবির।
বিডি-প্রতিদিন/এস আহমেদ