একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি আব্দুল আলী মোল্লাকে (৭৫) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বাগেরহাটের কচুয়া থানা পুলিশ আব্দুল আলী মোল্লাকে তার উদানখালি গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে এনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যুদ্ধাপরাধের অভিযোগে বাগেরহাটের চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। অন্য আসামিদের গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে। গ্রেফতারের পর আব্দুল আলী মোল্লাকে রাতেই ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ