সিরাজগঞ্জের বেলকুচিতে র্যাব-১২ সদস্যরা অভিযান চালিয়ে বিদেশী পিস্তল ও গুলিসহ তিন ডাকাতকে আটক করেছে। বুধবার ভোররাতের দিকে বেলকুচি উপজেলার রানধুনীবাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন, টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানার চর বিহারী গ্রামের মৃত পাষান আলীর ছেলে নজরুল ইসলাম (৩৫), সিরাজগঞ্জ সদর উপজেলার রামগাঁতী গ্রামের মৃত জুড়ান আলীর ছেলে নুরুল ইসলাম ওরফে নুরু (৪২) ও পাইকপাড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে আঃ রাজ্জাক (৪৫)।
র্যাব-১২ উপ-পরিচালক মেজর সাফায়াত আহাম্মদ সুমন জানান, ডাকাতির প্রস্তুতি নেয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রানধুনীবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ওই তিন ডাকাতকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, দুটি পাইপগান, তিন রাউন্ড পিস্তলের গুলি, চার রাউন্ড পাইপগানের গুলি ও একটি বড় ছুরি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার বিভিন্ন থানায় খুন, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ ও চুরির অভিযোগে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় বেলকুচি থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/২৫ জানুয়ারি ২০১৭/হিমেল